ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
শীতকালীন পিঠা

নকশী দুধপুলি পিঠা

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৪:২৬ পিএম

নকশী দুধপুলি পিঠা

ছবি: ইন্টারনেট

শীতকাল বাঙালির জীবনে এক অনন্য ঋতু। এ সময় গ্রাম থেকে শহরে পিঠা-পুলির উৎসব জমে ওঠে। ঘরে ঘরে তৈরি হয় নানান রকমের পিঠা। শীতের এই আনন্দকে আরও রঙিন করতে, আফরিন জাহান পর্ণা দিয়েছেন একটি বিশেষ রেসিপি- নকশী দুধপুলি পিঠা। এই শীতে আপনার ঘরেও চেষ্টা করে দেখতে পারেন এই বিশেষ পিঠাটি!
চলুন জেনে নিই এটি তৈরির উপকরণ ও প্রণালী-

উপকরণঃ

 

চালের গুঁড়া: ৪ কাপ

নারিকেল: ১টি

তরল দুধ: ২ লিটার

প্যাকেটজাত দুধ: ১ প্যাকেট

খেজুর গুড়: ১ কেজি

চিনি: ১ পোয়া

লবণ: পরিমাণমতো

সাদা এলাচ: ৩টি

তেল: প্রয়োজনমতো


প্রণালীঃ


  • প্রথমে একটি পাত্রে হাফ লিটার গরম পানি, হাফ লিটার তরল দুধ এবং ১ প্যাকেট পাউডার দুধ একসঙ্গে মিশিয়ে চুলায় ফুটতে দিন।

  • ফুটন্ত মিশ্রণে ১টি সাদা এলাচ, নারিকেল কুঁড়া ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।

  • এরপর মিশ্রণটিতে চালের গুঁড়া দিয়ে নরম ডো তৈরি করুন।

  • ডো থেকে ছোট ছোট পুলি তৈরি করুন এবং নিজের ইচ্ছামতো নকশা দিন।

  • নকশী পুলিগুলো ফুটন্ত তেলে ভেজে নিন।

  • অন্যদিকে একটি বড় হাঁড়িতে ১.৫ লিটার দুধ ও ২টি সাদা এলাচ দিয়ে ফুটিয়ে নিন।

  • আলাদা একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে খেজুর গুড় মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ফুটন্ত দুধে যোগ করুন।

  • সবশেষে ভেজে রাখা নকশী পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিন।


পিঠাগুলো ৩-৪ ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন, যাতে দুধ এবং পুলির স্বাদ পুরোপুরি মিশে যায়। এরপর পরিবেশন করুন। নকশী দুধপুলি পিঠার মিষ্টি স্বাদ শীতের দিনগুলোকে করবে আরও মধুর।
 

আরবি/ এম এইচ এম

Link copied!