ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

শীতে শিশুকে যেমন পোশাক পরাবেন

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৪:৩২ পিএম

শীতে শিশুকে যেমন পোশাক পরাবেন

ছবি: সংগৃহীত

শীতে বিকেল হলেই বেড়ে যায় ঠান্ডা। কিন্তু বাচ্চারা কি তা মানে! বের হয়ে যায় ছাদে বা মাঠে খেলতে। আর সন্ধ্যা হলে ঠান্ডা আরও বাড়তে থাকে। সবার আগে চাই, শিশুর শীতের পোশাকটি। ফ্যাশন হাউজগুলোতে ঢুঁ দিলে দেখা যাবে ওম পোশাক চলে এসেছে। হালকা বা ভারি শীতের নানা ক্যাটাগরিতে মিলবে এই পোশাক। শীতকালে গরম বা ঘেমে যাওয়ার কোনো সুযোগ নেই বলে এই সময়ে ফ্যাশন করা যায়। সেদিক থেকে বাদ যাবে না শিশুরা। এই মৌসুমে বাজারে মিলবে নানা রঙের, নানা ঢঙের শীতের পোশাক। শুধু ডিজাইন আর রং দেখে কিনলে হবে না। পোশাক পরে সে কতটা আরাম পাচ্ছে সেটি মাথায় রাখতে হবে। তাই আপনার সোনামণির পোশাক কেনার সময় সবার আগে খেয়াল রাখতে হবে আরামের বিষয়টি।

 
কেমন পোশাক কিনবেন?


শিশুরা একটু গাঢ রং পছন্দ করে, তেমন পোশাক কিনুন। তাহলে সে শীতে কাপড় পরতে আগ্রহী হবে। আপনার পছন্দমতো পোশাক না কিনে শিশুর আগ্রহর দিকে গুরুত্ব দিন। স্কুল পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে পারেন শীতের উপযোগী ফুলহাতা শার্ট, সোয়েটার বা কার্ডিগান। আর স্কুলে যদি নির্ধারিতে পোশাক থাকে তবে তো কোনো কথাই নেই। একটু বেশি শীতের জন্য আমাদের অনেকেরই প্রথম পছন্দ থাকে জ্যাকেট। অবশ্যই এটা তাকে ওম দেবে, কিন্তু দেখে নেবেন সে যেন আরাম পায়। জ্যাকেট বা কোটের নিচে সুতি কাপড়ের স্তার আছে কিনা দেখে নিন। নরম উলের বা ফ্লানেল কাপড়ের শীত পোশাক পরাতে পারেন। এগুলো অনেক বেশি আরামদায়ক হবে। আর শিশুরাও অনায়াসে এগুলো পরতে পারবে। উলের পোশাক পরানোর সময় খেয়াল রাখবেন যেন, নিচে সুতি কাপড় থাকে। তবে আপনার যদি মনে হয় তার জন্য এটি যথেষ্ট নয়, তাহলে উপরে জ্যাকেট পরিয়ে দিতে পারেন। আর সে যেন এটি সহজেই খুলে রাখতে পারে।


কোথায় পাবেন শিশুর পোশাক?
রাজধানীসহ দেশের সব মার্কেটেই চলে এসেছে শিশুদের শীত উপযোগী পোশাক। শীত পোশাকে মিলবে ফ্লোরাল প্রিন্টেড, গ্রাফিক, অ্যাপলিক করা মোটিফের সোয়েটশার্ট। এ ছাড়া দেশি ফ্যাশন হাউজ এবং ব্র্যান্ড শপগুলো হাজির হয়েছে শিশুদের শীতের রকমারি পোশাক নিয়ে। যার মধ্যে থাকছে, ফুল হাতা টি-শার্ট, হুডি, জ্যাকেট ছাড়াও অনেক ডিজাইনের পোশাক। ইয়োলো, লা রিভ, সেইলর, সারা, টেক্সমার্ট, রুপম, টেনটপ, ইনফিনিটি, নবরুপা, দেশীদশ, শৈশব, বেবিশপসহ অনেক ব্র্যান্ড শপ, শপিংমল এবং মার্কেটে মিলবে শিশুদের উপযোগী পোশাক।

রূপালী বাংলাদেশ

Link copied!