রাশিফল: আজ ০৫ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:৫৩ এএম

রাশিফল: আজ ০৫ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।

পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-  

মেষ​
এই রাশির জাতক-জাতিকারা আজ কঠিন পরিশ্রমের কারণে কিছু কাজ বাতিল করতে পারেন। ব্যবসায়িক কারণে দূরের যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। কাউকে মনের কোনো কথা বলার আগে একটু ভেবে নিন। উচ্চাকাঙ্খাপূরণের যোগ রয়েছে। 

বৃষ​
পারিবারিক দায়িত্ব বাড়তে পারে বৃষ রাশির জাতক-জাতিকাদের। মনে দুশ্চিন্তা থাকবে। তবে সহজে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন। বাড়ির বয়স্কদের পরামর্শ পাবেন। চাকরিজীবীরা নতুন কাজ পেতে পারেন। প্রেম জীবনে সারপ্রাইজ পেতে পারেন। 

মিথুন
বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের ফলে আর্থিক লাভ হবে। আজ ভাগ্যের ওপর কোনো কাজ ছেড়ে দেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে ঝামলায় জড়াতে পারেন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। 

কর্কট​
পারিবারিক বিষয়ে ভেবেচিন্তে কথা বলুন। পরিবারের ভাই বোনের কারণে চিন্তিত হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্র থেকে শুরু করে বাড়িতে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। অতীতে অর্থ লগ্নি করে থাকলে আজ তার ভালো মুনাফা পেতে পারেন। ছোট ব্যবসায়ীদের নগদ অর্থের অভাব দেখা দিতে পারে। 

সিংহ
কোনো কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকবেন না। সময় থাকতেই সব কাজ শেষ করুন। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা আপনার লোকসান করতে পারেন। তাদের থেকে সতর্ক থাকুন। 

কন্যা
নতুন ব্যবসা বা রোজগারে পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। এর জন্য সময় অনুকূল। ব্যবসায়ীদের আংশিক লাভের সম্ভাবনা রয়েছে।  ব্যস্ততা এবং পরিশ্রমের ফল পাবেন আজ।  মানসিক অবসাদ হতে পারে। যার ফলে আপনার বাণী কঠোর হবে। 

তুলা
পরিবারের সদস্যের সঙ্গে কোনো তর্ক হলে, চুপ থাকাই শ্রেয়। বাবার পরামর্শে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ সম্ভব। বন্ধুদের থেকে সতর্ক থাকুন। তাদের প্রতারণার শিকার হতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় কিছু সমস্যার সম্মুখীন হবেন। নিজের দুর্বলতা ও ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করুন। 

বৃশ্চিক
অফিস ও ব্যবসায়িক কারণে অবসাদের শিকার হতে পারেন। এর ফলে পারিবারিক পরিবেশে অশান্তি তৈরি হতে পারে। পরিবারের বড় সদস্যদের পরামর্শে সন্ধ্যার মধ্যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ে ঝুঁকি নিলে লাভান্বিত হবেন। 

ধনু​
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে তর্ক হলে তাতে জড়াবেন না। নিজের কাজ পুরো করতে কোনো তাড়াহুড়ো করবেন না। তা না-হলে লোকসান হতে পারে। সাফল্য পেতে আত্মবিশ্বাস বাড়ান। পারিবারিক শান্তি বজায় থাকবে আজ। 

মকর
ব্যবসায়ে অন্যের তুলনায় অধিক মুনাফা হবে। চাকরিজীবীরা অন্য কোনো ব্যবসা করতে চাইলে তা শুরু করতে পারেন। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে সময় কাটাবেন। ধর্মীয় স্থানে যাত্রার পরিকল্পনা হতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। 

কুম্ভ
নতুন কাজের কারণে জীবনযাপনে পরিবর্তন করতে হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। তা দেখে শত্রুরা আপনার ওপর ক্ষুব্ধ হবেন। আপনার শত্রুরা আপনার কাজ ভেস্তে দেয়ার চেষ্টা করবেন। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। 

মীন
নতুন কোনো কাজে মনোযোগ দেয়ার শুভক্ষণ আজই। ব্যবসায়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। বিবাদে জড়াবেন না। কাজের ফাঁকে বিশ্রামের জন্য সময় বের করুন। কল্যাণকর ও প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় বাড়বে। আবেগ বশে রাখুন। 

রূপালী বাংলাদেশ

Link copied!