শীত চলে যাচ্ছে বসন্ত কড়া নাড়ছে দরজায়। প্রকৃতি তার রূপ বদল করছে, খোলস পালটিয়ে নতুন রূপে হাজির হচ্ছে, ঠিক তেমনি বসন্তকে বরণ করে নিতেও ফ্যাশনপ্রেমীরাও অপেক্ষমাণ। পোশাকে, সাজে, রূপে বসন্তকে বরণ করে নিতে তাদেরও অনেক পরিকল্পনা। চলুন জেনে আসি বসন্তে সাজ-পোশাকের ধরনটা কেমন হবে-
ফাল্গুনের দিনে পোশাকে থাকতে পারে রঙের বিচিত্রতা। নারীরা শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ফ্রক, শাল যে যাই পরুক না কেন তাতে হলুদ, বাসন্তী কিংবা লাল রঙের ছোঁয়া রাখতে পারেন, এতে মনেও ফুরফুরে মেজাজ থাকে। শুধু নারী নয়, পুরুষের শার্ট, পাঞ্জাবি বা ফতুয়ার ক্ষেত্রেই একই ব্যাপার কাজ করে। আজকাল সব বয়সীরাই পোশাক-সাজ নিয়ে বেশ সচেতন থাকে। তাদের এ সচেতনতাকে কেন্দ্র করেই দিন দিন গড়ে উঠছে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নানা রঙের, নানা ডিজাইনের পোশাক। আরও আছে কাঠ, মাটি, মেটাল, পাথর, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি চুড়ি, কানের দুল, গলার মালা ইত্যাদি।
বসন্তে শিশুদের পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, সালোয়ার-কামিজ, ঘাগড়া, ফ্রক, স্কার্ট, শাড়িতে লাল হলুদ সাদা নকশা করা নতুন ড্রেস এইবার এসেছে। ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন প্রিন্ট, অ্যাম্ব্রয়ডারির মাধ্যমে বসন্তের প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের পোশাকে। মোটিফ হিসেবে বেছে নেওয়া হয়েছে ফুল, লতাপাতা, গাছ, প্রজাপতি, জীবজন্তুসহ মজার মজার সব থিম। শিশুদের পাঞ্জাবির নকশায় বেছে নেওয়া যেতে পারে বড়দের মতো ব্লক, অ্যাম্ব্রয়ডারি, প্রিন্ট প্রভৃতি। পাঞ্জাবির সঙ্গে সোনামণিকে পরিয়ে দিতে পারেন খাদি, তসর কিংবা অ্যান্ডি ফেব্রিকের কোটি। সোনামণিকে আকর্ষণীয় লাগবে বর্ণিল চেক, প্রকৃতি, প্রজাপতিসহ নানারকম নকশার শার্ট ও টি-শার্টেও। ছোট্ট সোনামণিরা নজর কাড়বে বর্ণিল বাটিকের ফতুয়াতেও। বসন্ত উৎসবে শিশুদেরও এখন বড়দের মতো শাড়ি পরার বায়না থাকে। এখন সব জায়গায় শিশুদের জন্য ছোট শাড়ি পাওয়া যায়, পাওয়া যাচ্ছে রেডি শাড়িও। কুচিসহ পুরো শাড়ি সেট করা থাকায় এ ধরনের শাড়ি শিশুদের পরাতে ঝামেলা হয় না। শিশুদের বসন্তের শাড়ি একরঙা তাঁত, চেক ও ফ্লাওয়ার মোটিফেরও হতে পারে।
পুরুষেরা এই সময় বেশিরভাগই পাঞ্জাবিই পরে থাকেন। আর কর্মব্যস্ত পুরুষদের জন্য আজকাল বুটিক হাউসগুলো বাজারে এনেছে ফাল্গুন রঙা শার্ট ও ফতুয়া। এ ছাড়াও রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, শর্ট-পাঞ্জাবি, কুর্তা। ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে সবখানেই বসন্তকালীন পোশাকের কদর দেখা যায়। চাদর পরতে পারেন সঙ্গে। তবে সাজের ক্ষেত্রে সেদিনের আবহাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। পোশাক যেহেতু রঙিন হবে, সাজে হালকা মেকআপ রাখতে পারেন। মেকআপ শুরুর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে প্রাইমার লাগিয়ে নিতে হবে অবশ্যই। সেটিং স্প্রে ব্যবহার করতেও ভুলবেন না। তাহলে সারাদিন মেকআপ ঠিকঠাক থাকবে। চোখে হালকা রঙের আইশ্যাডো, মাসকারা, লিপস্টিকে ন্যুড রং ব্যবহার করতে পারেন আর গালে হালকা রঙের ব্লাশ ছোঁয়াতে পারেন। টিপ দিতে পারেন সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, যাদের ত্বক তেল তেল তারা লোশন
দিতে পারেন।
আপনার মতামত লিখুন :