ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

ভালোবাসার সাত দিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:২৪ পিএম
মডেল: নাবিনা রাহমান, ছবি: রঙ বাংলাদেশ সৌজন্য

ভালোবাসা সপ্তাহের একেক দিনের অর্থ একেকটি। কোনোটি হাগ ডে আবার কোনোটি প্রোপোজ ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইনস ডে। আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’?  জানা না থাকলে প্রিয় মানুষটাকে কীভাবে মনের কথা জানাবেন, কীভাবেই বা উপহার দেবেন? সুতরাং জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’-

 

রোজ ডে- ৭ ফেব্রুয়ারি

ভালোবাসার সপ্তাহটি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবসের মাধ্যমে শুরু হয়। গোলাপকে ভালোবাসার একটি চিহ্ন হিসেবে ধরা হয়। গোলাপ দিবসে কেবল প্রেমিক-প্রমিকারাই তাদের সঙ্গীকে ফুল দেন না, যে কেউ তার প্রিয় মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। তবে, গোলাপের রং অবশ্যই সঠিকভাবে বেছে নেওয়া দরকার। কেননা গোলাপ ফুলের প্রতিটা রঙের অর্থ কিন্তু আলাদা। 

প্রোপোজ ডে- ৮ ফেব্রুয়ারি

নাম দেখেই বোঝা যাচ্ছে ভালোবাসা সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো, প্রস্তাব দেওয়ার দিন। এটি ভালোবাসা সপ্তাহের সবচেয়ে রোমান্টিক দিন। এদিন প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালোবাসা প্রকাশ করেন একে অপরের সামনে। প্রোপোজ ডে-তে ভালোবাসার মানুষের সামনে নিজের মনের লুকানো কথাটা জানিয়ে দিন। এ বছর প্রপোজ ডে শনিবারে।

চকলেট ডে- ৯ ফেব্রুয়ারি

চকলেট দিবস ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন। এই দিনটি সম্পর্কের বন্ধনকে ঠিক চকলেটের মতোই মিষ্টি করে তোলে। কেবল প্রেমিক-প্রেমিকারা একে অপরকে নয়, চকলেট ডে-তে যে কেউ তার প্রিয় মানুষকে চকলেট উপহার দিতে পারেন। 

টেডি ডে- ১০ ফেব্রুয়ারি

এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন। ছোট বড় নানা মাপের টেডি বিয়ার পাওয়া যায় বাজারে। পছন্দমতো কিনে নিন আর উপহার দিন। এ বছর টেডি ডে সোমবারে পড়েছে।

প্রমিজ ডে- ১১ ফেব্রুয়ারি 

ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন হলো প্রমিজ বা প্রতিশ্রুতি দিবস। যে কোনো সম্পর্কে সঙ্গীদের একে অপরের কাছে কিছু জিনিসের অঙ্গীকারবদ্ধ থাকা খুবই জরুরি। এই বিশেষ দিনে আপনিও আপনার সঙ্গীর কাছে কিছু প্রমিজ করতে পারেন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

হাগ ডে- ১২ ফেব্রুয়ারি

এ দিনে আপনার প্রিয়জনকে একটি কোমল আলিঙ্গন দিন, তাকে চিরকালের জন্য যে ভালোবাসেন তা জানান তাকে। তবে অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। এ বছর এই দিনটি বুধবারে।

কিস ডে- ১৩ ফেব্রুয়ারি

ভালোবাসার সপ্তাহের সপ্তম দিনটি চুম্বন দিবস হিসেবে পালিত হয়। জড়িয়ে ধরার মতোই ভালোবাসা প্রকাশের আরেক ধরন চুম্বনও বটে। এবারে এই দিনটি বৃহস্পতিবারে পড়েছে।

ভ্যালেন্টাইনস ডে- ১৪ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষ দিন হলো, বহুল প্রতীক্ষিত ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিকে। এ বছর ভ্যালেন্টাইনস ডে শুক্রবারে।