চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন থেকে হয় ফলে আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে যায়। ২ সপ্তাহের মধ্যে চিকেন পক্স সেরে যায় কিন্তু চিকেন পক্স বা জলবসন্তের দাগগুলো থেকে যায়। পক্স সেরে যাবার পর পরই উচিত দাগগুলো রিমুভ করা, তা না হলে অনেক সময় এগুলো চিরস্থায়ী হয়ে যায়। চলুন জেনে নেই জলবসন্তের দাগ দূরীকরণের ঘরোয়া পদ্ধতি-
ডাবের পানি
শুধু পক্সের দাগ কেন? স্কিনের যে কোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পরপরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের ওপর দেবেন। আর এভাবে ততদিন করবেন যতদিন না স্কারগুলো ইনভিসিবল হবে।
বেকিং সোডা
বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের। হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগ যুক্ত স্থানগুলোতে লাগান নিয়মিত।
গাঁদা ফুল
চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে নিন, আর দাগের ওপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগগুলো থেকে।
লেবুর রস
সব ক্ষেত্রের মতো লেবুর রস এবারও তার ক্ষমতা দেখিয়ে দিল। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধু রাতে ব্যবহার করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সঙ্গে প্রতিক্রিয়া করে নতুন দাগের সৃষ্টি করবে।
চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন থেকে হয় ফলে আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে যায়। ২ সপ্তাহের মধ্যে চিকেন পক্স সেরে যায় কিন্তু চিকেন পক্স বা জলবসন্তের দাগগুলো থেকে যায়। পক্স সেরে যাবার পর পরই উচিত দাগগুলো রিমুভ করা, তা না হলে অনেক সময় এগুলো চিরস্থায়ী হয়ে যায়। চলুন জেনে নেই জলবসন্তের দাগ দূরীকরণের ঘরোয়া পদ্ধতি-
ডাবের পানি
শুধু পক্সের দাগ কেন? স্কিনের যে কোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পরপরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের ওপর দেবেন। আর এভাবে ততদিন করবেন যতদিন না স্কারগুলো ইনভিসিবল হবে।
বেকিং সোডা
বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের। হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগ যুক্ত স্থানগুলোতে লাগান নিয়মিত।
গাঁদা ফুল
চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে এটি পেস্ট করে নিন, আর দাগের ওপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগগুলো থেকে।
লেবুর রস
সব ক্ষেত্রের মতো লেবুর রস এবারও তার ক্ষমতা দেখিয়ে দিল। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধু রাতে ব্যবহার করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সঙ্গে প্রতিক্রিয়া করে নতুন দাগের সৃষ্টি করবে।
মধু
দাগের ওপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য আরেকটি উপযুক্ত ট্রিটমেন্ট। যতদিন না দাগ যাবে ততদিন খাঁটি মধু দিনে ৩-৪ বার করে দাগের ওপর লাগাবেন।
রসুন
পক্সের সময় রসুন খেতে হয়তো মানা কিন্তু মুখের দাগ মুছে ফেলতে তো মানা নেই। তাই নিয়ম করে প্রতিদিন রাতে কাঁচা রসুন দাগের ওপর লাগাবেন।
নারিকেল তেল
এই পদ্ধতি তাদের জন্য যাদের দাগ বেশ আগেই হয়েছে কিন্তু এখনো সে দাগ মিলিয়ে যায়নি। প্রতিদিন সকালে দাগের ওপর নারিকেলের তেল লাগাবেন।
দাগের ওপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য আরেকটি উপযুক্ত ট্রিটমেন্ট। যতদিন না দাগ যাবে ততদিন খাঁটি মধু দিনে ৩-৪ বার করে দাগের ওপর লাগাবেন।
রসুন
পক্সের সময় রসুন খেতে হয়তো মানা কিন্তু মুখের দাগ মুছে ফেলতে তো মানা নেই। তাই নিয়ম করে প্রতিদিন রাতে কাঁচা রসুন দাগের ওপর লাগাবেন।
নারিকেল তেল
এই পদ্ধতি তাদের জন্য যাদের দাগ বেশ আগেই হয়েছে কিন্তু এখনো সে দাগ মিলিয়ে যায়নি। প্রতিদিন সকালে দাগের ওপর নারিকেলের তেল লাগাবেন।