ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

রঙ বাংলাদেশ-এর ভালোবাসা দিবস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:৪৩ পিএম
পোশাক ও ছবি: রঙ বাংলাদেশ

“ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে, জলস্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি…” 
রবীন্দ্রনাথের এই গানের আবহকে সঙ্গী করেই প্রতি বছর পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় যেমন ভালোবাসার মানুষের জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে এবং বিশ্ব সংসার তন্ন তন্ন ক’রে ১০৮ টি নীলপদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন?

আমরা সকলেই কিন্তু একইভাবে ভালোবাসার মানুষের জন্য নিবেদিত হয়ে উঠি। প্রিয় মানুষের চোখে নিজেকে হাজির করতে চাই যা কিছু সুন্দর তা নিয়ে। এখন যদি প্রশ্ন করি কী কী প্রস্তুতি নিয়ে আমরা মুখোমুখি হতে চাই ভালোবাসার মানুষের? উত্তরে হয়ত একগাদা বিষয় আসতেই পারে, কিন্তু সবচেয়ে কমন বিষয় বোধহয় একটাই-আর তা হলো সুন্দর পোশাকে নিজেকে তৈরি করে নেয়া।

বেশ অনেক বছর ধরেই বিশ্ব ভালোবাসা দিবস জাঁকজমকভাবে পালিত হয় বাংলাদেশেও। দেশের সকল ফ্যাশন হাউসগুলোরও এই নিয়ে থাকে ব্যাপক প্রস্তুতি। এই ধারা থেকে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও ব্যতিক্রম নয়। যে কোনো উৎসবে এই প্রতিষ্ঠানটির থাকে ব্যাপক আয়োজন।

এবারও ভালোবাসা দিবসকে সামনে রেখে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ছেলে মেয়ে উভয়ের জন্যেই নানান রকম পোশাক। তবে প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে ভালোবাসা দিবসে এবার তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মেয়েদের জন্য কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবির দিকে।

কটন, জ্যাকার্ট কটন আর হাফসিল্ক কাপড়ের ব্যবহার নিশ্চিত করেছে পোশাকের আরামের দিকটা। ভালোবাসা যেমন সকল ঋতুতেও তার আবেদন হারায় না ভ্যালেন্টাইন উপলক্ষ্যে ‘রঙ বাংলাদেশ’এর এবারের কালেকশান অন্য ঋতুতেও ক্রেতা সমাদৃত হয়ে উঠবে বলেই ধারণা করা যায়।

রঙ বাংলাদেশ এর পণ্য ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com  অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। 
 

মডেল: পূর্নিমা বৃষ্টি ও শুভ