ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

পুরনো বাল্ব দিয়ে তৈরি করুন হোম ডেকোরেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৭:১৯ পিএম
পুরনো বাল্ব

ঘরের আলোর জন্য আমরা বিভিন্ন বাল্ব ব্যবহার করে থাকি। যা ৬ মাস থেকে ১ বছর ব্যবহার করার পর তা ফিউজ হয়ে যায়। আর নেই ভাবনা। এখন আর সেই পুরনো বাল্ব ফেলে দিতে হবে না। পুরনো বাল্বগুলোকে নতুন করে তৈরি করে হোম ডেকোর আইটেম বানাতে পারেন। এর জন্য দুই থেকে চারটি পুরনো ফিউজড বাল্ব, ঝুলানোর জন্য একটি দড়ি এবং কিছু কৃত্রিম ফুলের প্রয়োজন হবে।

১. প্রথমে পুরনো বাল্বগুলো সোনালী বা রুপালী রঙের গ্লিটার দিয়ে রাঙিয়ে নিন। এবার একটি দড়ির সাহায্যে এগুলো ঝুলিয়ে দিন এবং কিছু কৃত্রিম ফুল লাগিয়ে ঝুলন্ত সাজসজ্জা হিসেবে ব্যবহার করুন।

২. এছাড়াও একটি পুরনো কাঠের টুকরো নিয়ে পুরনো বাল্বের উপরের অংশটি খালি করুন। এর মধ্যে রঙিন ফুল লাগিয়ে দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয়ালে সাজান।

৩. পুরনো কাচের বাল্ব গাছ লাগানোর জন্যও ব্যবহার করতে পারেন। প্রথমে বাল্বের উপরের অংশটি কাটার দিয়ে কেটে নিন, তারপর বিভিন্ন রঙ দিয়ে রাঙিয়ে ফুলের নকশা তৈরি করুন। অল্প মাটি দিয়ে এর মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দিন।