ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। ফ্যাশন সচেতন মানুষেরা ঈদের রং ছড়ায় পাঞ্জাবি দিয়ে। এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে `বালুচর`।
ফ্যাশন ডিজাইনার শাহীন চৌধুরীর হাত ধরে বালুচরের যাত্রা শুরু ২০০৮ সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে।
সমসাময়িক ফ্যাশনকে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে সবার সামনে তুলে ধরতেই ‘ফ্যাশন ফর ক্রিয়েশন’ স্লোগান নিয়ে বালুচরের পথচলা। এরই মধ্যে পরিণত হয়েছে ছেলেদের ট্রেন্ডি পাঞ্জাবি ও কুর্তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে।
মূলত পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে তৈরি করছে নিজস্ব ধারা। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। ফ্যাশনিস্তাদের কাছে যা দ্রুততম সময়ে সমাদৃত হয়েছে।
পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। রেগুলার, স্লিম ও ফিট উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও।
এই ঈদে বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবির বিশাল কম্বো এসেছে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাবে। কাজের স্বীকৃতি হিসেবে বালুচর পেয়েছে বেশ কিছু সম্মাননা।
বালুচরের বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে ৯০/৯১ নিচতলা, আজিজ সুপার মার্কেট, লেভেল ৩, শাহবাগ, ঢাকা ও ৮১-৮২, ১০২/এ, তৃতীয় তলায়। আহমদ আলী টাওয়ার, জয়দেবপুর, গাজীপুর। আকুরটাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল। কমার্শিয়াল এরিয়া, হবিগঞ্জ, সিলেট।