বাঁধ শুধু পানি ঠেকাবে না। এটি হবে বঞ্চনার জবাব ও মানুষের বাঁচার আশ্রয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেন, বন্যার সময় বাঁধ খুলে দেওয়া, কিংবা খরায় পানি আটকে রাখায় এই অঞ্চলের জনগণের জীবন দুর্বিষহ।
বাঁধ শুধু পানি ঠেকাবে না—এটি হবে বঞ্চনার জবাব, মানুষের বাঁচার আশ্রয়।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এই এলাকায় পদ্মা নদী ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে ফসলি জমি, বসতবাড়ি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হচ্ছে। ২৫ কিলোমিটার এলাকাটি এখনো চরম বিপদাপন্ন। এদিকে নদী রক্ষা এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা। বাঁধ নির্মাণের ফলে এই এলাকাটি নিরাপদ হবে এবং আর কোনো পাড় বাঁধের প্রয়োজন হবে না। এতে নদী ভাঙন রোধের মাধ্যমে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে বলে জানানো হয়।