ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

শীতের আড্ডায় কফি

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৪:৪০ পিএম

শীতের আড্ডায় কফি

ছবি: ইন্টারনেট

শীতের সকাল থেকে একদম রাত পর্যন্ত হয়ে উঠুক কফিময়। শীতকালের সকালে ঘুম থেকে উঠে গরম কফির কাপে হাত সেঁকতে সেঁকতে প্রথম চুমুক পৌঁছে দিতে পারে আপনাকে স্মৃতিভ্রমে। আপনি কফি হাতে উদাস মনে হারিয়ে যাবেন আপনার ছোট বেলার শীতকালে। যদি শহরে বেড়ে ওঠেন তবে মনে পড়বে ঢাকার কোনো কফিশপে বসে কফি খাওয়ার কথা। আর গ্রাম হলে মনে পড়বে ঐ যে হাটে কফি দিয়ে চা বানায়, সেখানে গিয়ে কফি-চা খাওয়ার কথা। ঢাকায় বেশ আগে থেকে কফি শপের সংস্কৃতি শুরু হয়েছে। যেখানে শীতকালের সন্ধ্যায় হাতে কফির কাপ আপনার পরিবেশ বদলে দিতে পারে। চলুন জেনে আসি কত ধরনের কফি পাওয়া যায়-


এসপ্রেসো
এই একেবারে বেসিক বা মৌলিক কালো কফিকে শর্টব্ল্যাকও বলা হয়। এক আউন্স পরিমাণের এই কালো নির্ভেজাল কফিতে সঠিক ফ্লেভার আনতে উৎকৃষ্ট মানের কফি বিনের সঙ্গে প্রয়োজন মুনশিয়ানার।

 

ডাবল এসপ্রেসো

একে ইতালিয়ান ভাষায় ডপিও বলা হয়, যার অর্থ দ্বিগুণ। শুনেই বোঝা যাচ্ছে, এই কফিতে এসপ্রেসোর তুলনায় দ্বিগুণ কফি থাকে। অর্থাৎ এসপ্রেসোর দুটি শর্ট এক কাপে নিলেই হয়ে গেল ডাবল এসপ্রেসো।

 

লং ব্ল্যাক
এসপ্রেসোর ডাবল শর্টকফি গরম পানিতে ঢাললেই তৈরি হয়ে গেল লং ব্ল্যাক। আমেরিকানোর মতো এখানে কফিতে পানি যোগ করা হয় না, বরং উল্টোটা করা হয়। তাই এতে কফির বিশেষ ফেনিল ক্রেমা অটুট থাকে। এসপ্রেসোর মতো না হলেও লং ব্ল্যাকও কিন্তু যথেষ্ট কড়া কফি।

 

আমেরিকানো
এসপ্রেসো শর্টে গরম পানি যোগ করে তৈরি করা আমেরিকানো হলো একদম সাদাসিধে, ফেনাবিহীন এবং দেহমনে আরামদায়ক কফি। বলা হয়, এসপ্রেসোর তিতকুটে স্বাদ সইতে না পেরে মার্কিনরা এভাবে পানি মিশিয়ে খেত কফি। তাই নামটাও হয়েছে এমন।

 

মাকিয়াটো
ইতালিয়ান ভাষায় মাকিয়াত্তো অর্থ হলো দাগ লেগে গেছে এমন। খাঁটি কালো কুলীন এসপ্রেসোর শর্টে সাদা দুধ যোগ করে একেবারে দাগ লাগিয়ে দেওয়া কফি মাকিয়াটো বানানো হয়। এক শর্টের সঙ্গে দুধ আর ফোম দিলে তা শর্ট মাকিয়াটো আর এসপ্রেসোর দুটি শর্ট ব্যবহার করে এই দুধ-কফি বানানো হলে তাকে বলে লং মাকিয়াটো।

 

কাপুচিনো

যারা কফির খুব সমঝদার নয়, তারাও যে কফিটির নামের সঙ্গে পরিচিত, তা হলো কাপুচিনো। কফির ওপরে বেশি পরিমাণ বৈশিষ্ট্যপূর্ণ ফেনার স্তরযুক্ত এই কফির ওপরে আবার কোকো পাউডারও ছিটানো হয়। এক ভাগ কালো এসপ্রেসোর সঙ্গে এক ভাগ ক্রিমি ফেনিল দুধ আর এক ভাগ এই বিলাসী অনুভূতিদায়ক ফেনার সমন্বয়ে কাপুচিনো কফি তৈরি হয়। জানা যায়, ইতালির কাপুচিন ধর্মযাজকদের খয়েরি রঙের বিশেষ পোশাকের রঙের মিল আছে বলে এই কফিকে কাপুচিনো বলা হয়।

 

ফ্ল্যাট হোয়াইট
দুধ বা ক্রিম মেশানো কফিগুলোর মধ্যে ফ্ল্যাট হোয়াইটের অবস্থান একটু উঁচুতে। এতে দুধের ক্ষুদ্রাতিক্ষুদ্র বুদবুদের মাইক্রোবাবল তৈরি করা হয়, ফলে এতে ফেনিল ভাব থাকে না। আবার এতে পুরো কফি শর্টেও যথেষ্ট দুধ যোগ করা হয়, তাই এতে ক্যাফেইনের পরিমাণ যথেষ্ট।

 

লাতে
দুধের অনুপাত এসপ্রেসো শর্টের দ্বিগুণ হওয়ায় এতে তেমন তিতকুটে বা কড়া ভাব থাকে না। এ জন্যই হয়তো ছেলেবুড়ো সবার কাছেই ভ্যানিলা, ক্যারামেল, মোকা ফ্লেভারের লাতে এত জনপ্রিয়। এতে এসপ্রেসোর সঙ্গে বেশি করে ফেনিল দুধ দিয়ে আবার ওপরে দেওয়া হয় মজাদার আবেশী ফ্রথ বা ফেনার লেয়ার। কাপুচিনোতেও এমন ফেনা থাকলেও সেটা কফি ক্রেমানির্ভর, দুধ নয়। লাতেতে মিষ্টতা থাকে বেশ আর অগুনতি ফ্লেভারের পাওয়াও যায় দুনিয়াজুড়ে।

 

মোকা

ইয়েমেনের উৎকৃষ্ট অ্যারাবিকা কফি বিনকে মোকা বিন বলা হলেও প্রচলিত অর্থে মোকা কফি বলতে চকোলেট মেশানো কফিকেই বোঝানো হয়। এই চকোলেট আগে এসপ্রেসোর সঙ্গে মেশানো যায়, তাতে ফেনিল দুধ ঢালার আগে। আবার দুধে চকোলেট মিশিয়েই ফ্রথিং বা ফেনা তৈরির কাজটি করা যায় এ ক্ষেত্রে। 

আরবি/ এম এইচ এম

Link copied!