ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

দাঁত দিয়ে নখ কাটলে যেসব ক্ষতি হয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১১:৫৪ এএম

দাঁত দিয়ে নখ কাটলে যেসব ক্ষতি হয়

ছবি: সংগৃহীত

দাঁত দিয়ে অনেকেই নখ কাটেন। আসলে এটি এক ধরনের বদভ্যাস। দাঁত দিয়ে নখ কাটলে নখের শেপ বা আকৃতি নষ্ট হয়ে যায়। আবার সঠিকভাবে নখের বৃদ্ধিও কমে যায়। জানলে অবাক হবেন, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসে অজান্তেই আপনার শরীরে নানা রোগ বাসা বাধতে পারে।

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

১. দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে সহজে নখ ভেঙে যায়।

২. এই অভ্যাসের কারণে নখের আশপাশে চামড়ায় প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকেল দুর্বল হয়ে পড়ে। ফলে নখের সঠিক বৃদ্ধি ঘটে না।

৩. দাঁত দিয়ে নখ কাটলে যে শুধু নখের সমস্যাই দেখা দেয়, তা কিন্তু নয়। আপনার মুখে ও দাঁতেও সমস্যা হতে পারে।

৪. দাঁতে নখ কাটলে নখের মধ্যে থাকা নোংরা সরাসরি মুখে গিয়ে শরীরে প্রবেশ করবে। ফলে বাড়বে পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ।

৫. যাদের দীর্ঘদিন ধরে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে, তাদের নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।

৬. এর পাশাপাশি দাঁতে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট, চোয়াল এইসব অংশে কেটে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের মাড়িও।

৭. যেহেতু দাঁত দিয়ে নখ কাটছেন তার ফলে নখ ও আঙুলের পাশাপাশি দাঁতের আশপাশে থাকা সফট টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এসব সমস্যা থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দূর করুন। ঘরোয়া বিভিন্ন উপায়ে আপনি এ সমস্যার সমাধান করতে পারবেন।

আরবি/এফআই

Link copied!