ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
শীতে শুষ্ক ঠোঁট?

রেহাই পাওয়ার সহজ উপায়

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:২৫ পিএম

রেহাই পাওয়ার সহজ উপায়

ছবি: সংগৃহীত

শীতের শুষ্ক আবহাওয়া ঠোঁটের আর্দ্রতা কমিয়ে ফেলে, ফলে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে কিছু কার্যকর অভ্যাস ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই মুক্তি পাওয়া যায়।

 

শীতকালে ঠোঁট ফাটার কারণ

শীতকালে আর্দ্রতা কমে যাওয়ার ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়। অনেক সময় অতিরিক্ত ঠোঁট চাটার কারণে লালা শুকিয়ে গিয়ে ঠোঁট আরও বেশি ফেটে যায়। এছাড়া পর্যাপ্ত পানি না খাওয়া ও ভিটামিনের অভাবও এই সমস্যার অন্যতম কারণ।

 

প্রতিকার ও সঠিক যত্ন

 

লিপ বাম ব্যবহার করুন: মোম বা প্রাকৃতিক তেলসমৃদ্ধ লিপ বাম ঠোঁট আর্দ্র রাখতে সহায়ক। শীতকালে নিয়মিত ময়েশ্চারাইজার বা লিপ বাম ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হবে না।

পানি পান বৃদ্ধি করুন: শরীরের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পানি পান করা জরুরি। শীতকালে পানি কম পান করার প্রবণতা দেখা যায়, যা ঠোঁটের শুষ্কতা বাড়ায়।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন: নারকেল তেল, অলিভ অয়েল বা মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ঘুমানোর আগে ঠোঁটে এসব উপাদান লাগালে ঠোঁট নরম থাকবে।

ঠোঁট চাটা বন্ধ করুন: লালা দ্রুত শুকিয়ে ঠোঁট আরও শুষ্ক করে। তাই ঠোঁট চাটার অভ্যাস পরিহার করা উচিত।

ভিটামিনযুক্ত খাবার খাওয়া: ভিটামিন বি ও ই সমৃদ্ধ খাবার ঠোঁট সুস্থ রাখতে সাহায্য করে।

 

বিশেষ সতর্কতা

শুষ্ক ঠোঁটে অতিরিক্ত খোসা ছাড়ানোর চেষ্টা করবেন না। এতে রক্তপাতের ঝুঁকি থাকে। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরবি/ এম এইচ এম

Link copied!