শীত এলেই বাহারি রঙের পোশাক গায়ে চাপিয়ে ফ্যাশনে নতুননত্বের সাথে যুক্ত হয় ভ্রমণের মজা। শীতকালে ভ্রমণে সময় পোশাকও বেশি নিতে হয়। ভ্রমণস্থলের আবহাওয়া বিবেচনা করে পোশাক নিতে হয়। যার জন্য আগেই খোঁজ-খবর নেওয়া জরুরি।
ভ্রমণস্থলের আবহাওয়া বিবেচনা করে কেমন পোশাক নেওয়া উচিত, একইসাথে জেনে নিন শীতে ভ্রমণ করলে কেমন পোশাক পরবেন -
► ঠান্ডা থেকে বাঁচতে মাফলার, মোজা, গ্লাভস পরতে পারেন
► শীতকালে গাঢ় রঙের মোটা ফ্যাব্রিকসের তৈরি কাপড় ভালো
► পাহাড় বা বনাঞ্চলে ভ্রমণের সময় উজ্জ্বল রঙের জামা পরা ঠিক নয়
► প্রচুর হাঁটতে হবে এমন ট্যুরে সাদা রঙের জামাই ভালো
► রোদ থেকে বাঁচতে কাপড়ের টুপি, ক্যাপ ও রোদচশমা ব্যবহার করুন
► ভ্রমণের সময় ঢিলেঢালা পোশাক পরিধান ভালো
► ভ্রমণের পোশাক যেন দ্রুত শুকিয়ে যায়
► ভ্রমণের স্থান, পরিবেশ এবং সংস্কৃতি মাথায় রেখে পোশাক নির্বাচন করুন
► শিশুদের পোশাক, জুতা আলাদা ব্যাগে নিতে পারেন
► আরামদায়ক কেডস হলে ভালো, হিল জুতা ব্যবহার না করা ভালো
► নদী, ঝরনা বা সাগরে যান, তবে গোসলের বাড়তি পোশাক নেবেন
এছাড়া হালকা শীতে ফ্লানেল শার্ট, ফুল-স্লিভ শার্ট, ফুল হাতার গেঞ্জি-পলো বা টি-শার্ট বেছে নিতে পারেন। স্টাইলিংয়ের ক্ষেত্রে শার্টের নিচে টি-শার্ট পরা যেতে পারে। হালকা শীতে ওভারসাইজড টি-শার্টও পরা যায়। ক্লাসিক লুক দিতে। শার্টের উপর সোয়েটার কিংবা জ্যাকেটের লেয়ারিং করলে মানানসই লুক পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :