শীতকাল বাঙালির জীবনে এক অনন্য ঋতু। এ সময় গ্রাম থেকে শহরে পিঠা-পুলির উৎসব জমে ওঠে। ঘরে ঘরে তৈরি হয় নানান রকমের পিঠা। শীতের এই আনন্দকে আরও রঙিন করতে, আফরিন জাহান পর্ণা দিয়েছেন একটি বিশেষ রেসিপি- নকশী দুধপুলি পিঠা। এই শীতে আপনার ঘরেও চেষ্টা করে দেখতে পারেন এই বিশেষ পিঠাটি!
চলুন জেনে নিই এটি তৈরির উপকরণ ও প্রণালী-
উপকরণঃ
চালের গুঁড়া: ৪ কাপ
নারিকেল: ১টি
তরল দুধ: ২ লিটার
প্যাকেটজাত দুধ: ১ প্যাকেট
খেজুর গুড়: ১ কেজি
চিনি: ১ পোয়া
লবণ: পরিমাণমতো
সাদা এলাচ: ৩টি
তেল: প্রয়োজনমতো
প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে হাফ লিটার গরম পানি, হাফ লিটার তরল দুধ এবং ১ প্যাকেট পাউডার দুধ একসঙ্গে মিশিয়ে চুলায় ফুটতে দিন।
ফুটন্ত মিশ্রণে ১টি সাদা এলাচ, নারিকেল কুঁড়া ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।
এরপর মিশ্রণটিতে চালের গুঁড়া দিয়ে নরম ডো তৈরি করুন।
ডো থেকে ছোট ছোট পুলি তৈরি করুন এবং নিজের ইচ্ছামতো নকশা দিন।
নকশী পুলিগুলো ফুটন্ত তেলে ভেজে নিন।
অন্যদিকে একটি বড় হাঁড়িতে ১.৫ লিটার দুধ ও ২টি সাদা এলাচ দিয়ে ফুটিয়ে নিন।
আলাদা একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে খেজুর গুড় মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ফুটন্ত দুধে যোগ করুন।
সবশেষে ভেজে রাখা নকশী পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিন।
পিঠাগুলো ৩-৪ ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন, যাতে দুধ এবং পুলির স্বাদ পুরোপুরি মিশে যায়। এরপর পরিবেশন করুন। নকশী দুধপুলি পিঠার মিষ্টি স্বাদ শীতের দিনগুলোকে করবে আরও মধুর।
আপনার মতামত লিখুন :