ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার নতুন সভাপতি মুজিব মাসুদ, সম্পাদক রোকন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৫৩ এএম

চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার নতুন সভাপতি মুজিব মাসুদ, সম্পাদক রোকন

ছবি: সংগৃহীত

ঢাকার চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসাবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসাবে বাসসের বিশেষ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন রোকন নির্বাচিত হয়েছেন।

শনিবার মতিঝিলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এসএম জিয়া (সরাসরি)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-কমর উদ্দিন (চাটগাঁ), হুমায়ুন কবির (যুগান্তর), উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শিপংকর শীল (ভোরের আকাশ)।

সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি মামুন আবদুল্লাহ।

সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় ও আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, শামীম জাহাঙ্গীর প্রমুখ।

নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সন্তোষ শর্মা ও মাসুমুর রহমান খলিলী।  

রূপালী বাংলাদেশ

Link copied!