গণমাধ্যম সপ্তাহের আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বিএমএসএফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১২:২৮ এএম

গণমাধ্যম সপ্তাহের আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বিএমএসএফ

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। একই সাথে সব মেয়াদোত্তীর্ণ এবং নতুন শাখা কমিটি গঠন করতে সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানানো হয়েছে। 

সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আগামী ১-৭ মে ৯ম বারের মতো সারা দেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হবে। এর আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দাবি করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফোরামের আয়োজনে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সূধীজনদের সম্মানে তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেস্টুরেন্টে বার্ষিক দোয়া ও ইফতার আয়োজনে তিনি এ কথা বলেছেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুজ্জামান আহমেদ মজুমদার, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, এনপিএস চেয়ারম্যান অ্যাড. মাহবুবুল ইসলাম, নারী নেত্রী মমতাজ বেগম, বিএমএসএফের আইন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাড. কাওসার হোসাইন, অ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন, অ্যাড. খন্দকার শাহরিয়ার হাসান, চিত্রনায়ক যুবরাজ খান, সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সেলিম নিজামী, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম কচি প্রমুখ।

উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, সদস্য মোস্তাক আহমেদ খান, এস এম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, এস এম জীবন, রিয়াজুল হাসান অভি, আনিস মাহমুদ লিমন, আমেনা বেগম, মাসুদ রানা, রেনু বেগম, আব্দুল্লাহ মাহমুদ, মোক্তার হোসেন, সাইফুল ইসলাম একা, আখিনুর আক্তার, মো. খায়রুল আলম, শাওন বাধন, নার্গিস আক্তার ও হিমেল প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। আব্দুল বাতেন বাচ্চুর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। 

সভায় বিএমএসএফের পক্ষ থেকে সব সদস্যকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি আদায় এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে।

আরবি/এসএম

Link copied!