ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

একাত্তর টিভির মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৫২ পিএম

একাত্তর টিভির মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

ফাইল ছবি

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী, সন্তান ও তাঁদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে মঙ্গলবার (১৫ অক্টোবর) নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাঁদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

চিঠিতে মোজাম্মেল হক, তাঁর স্ত্রী অপরাজিতা হক ও তাঁদের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা হয়েছে।

বিএফআইইউ–এর নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত হিসাব–সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

আরবি/ এইচএম

Link copied!