ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

মাদক সেবনে বাঁধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৮:১০ পিএম

মাদক সেবনে বাঁধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি

ছবি : রূপালী বাংলাদেশ

সীমানা প্রাচীর টপকে জমিতে বসে মাদক সেবন করতে নিষেধ করায় সাংবাদিক অনলাইন পোর্টাল ‘সকাল সন্ধ্যায় ডট কম’র নিজস্ব প্রতিবেদক (অপরাধ) মো. সাজ্জাদ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগ করেছেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়েছে- সাজ্জাদ হোসেন এবং তার সহকর্মী ও বন্ধুরা ১৫ জন মিলে ২০১৭ সালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এক খণ্ড জমি কেনেন। এরপর থেকেই জমিটি পাঁচ ফুট উঁচু সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় পড়ে আছে। সম্প্রতি স্থানীয় মাদকসেবী ও কারবারীরা সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে সেখানে ইয়বা ও ফেনসিডিল সেবনের আখড়া বানিয়েছেন।

গত শনিবার (১৮ জানুয়ারি) সকালে জমিতে গিয়ে স্থানীয় আব্দুর রহিমের দুই ছেলে মো. সুজন (২৫) ও মো. সুমন (২২) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে দেখতে পান সাজ্জাদ। এসময় তাদেরকে জমিতে ঢুকতে নিষেধ করায় সাজ্জাদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।

ভুক্তভোগী সাজ্জাদ বলেন, আমাদের জমিতে আমরা মাদকসেবীদের ঢুকতে নিষেধ করায় তারা উল্টো আমাদের হুমকি দেয় যে, আমরা যেন জমিতে আর না যাই। জমিতে গেলে আমাদের মেরে ফেলা হবে। ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারি আমরা যার (স্থানীয় আব্দুর শুক্কুর) কাছ থেকে জমিটা কিনেছি সুজন ও সুমন তারই আপন ভাতিজা।

তাদের বিষয়ে আব্দুর শুক্কুরকে জানালে তিনি জানান, মাদকসেবী সুজন ও সুমন পরিবারের কারও কথা শোনো না। তাদের অত্যাচারে পরিবারও অতিষ্ঠ। এ বিষয়ে তাদের কিছু করার নেই। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করতে হয়েছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খুব দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব বলেন, সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

আরবি/ এইচএম

Link copied!