ভোরের কাগজের সাংবাদিক ও কর্মচারীদের ওপর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর হামলায় ৮ জন সংবাদকর্মী আহত হয়েছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কাকরাইলের এইচআর ভবনের সামনে ভোরের কাগজের সাংবাদিকরা অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরিচ্যুতির প্রতিবাদে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন। তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন।
আহতদের মধ্যে রয়েছেন—এস এম মিজান, রাজিবুল মানিক, নুর মুহাম্মদ স্বপন, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, নাজাত ও বেলাল হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, এইচআর ভবনের সামনে ভোরের কাগজের সাংবাদিকরা অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরিচ্যুতির প্রতিবাদে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন। তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে ভবনের ভেতরে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংবাদকর্মীদের ওপর হামলা চালায়। এতে সাংবাদিকরা গুরুতর আহত হন।
এইচআর ভবন অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণঅধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ খান, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমান।
এছাড়া অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আবু বকর, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।