ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:২৮ পিএম

ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

যাত্রা শুরু হলো দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটালে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‍‍`ডিজিটাল রিপোর্টার্স ফোরাম‍‍` (ডিআরএফ)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ‍‍`আড্ডা ভোজ ৩.০‍‍` থেকে সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়। পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে এ কমিটি  ঘোষণা করা হয়।

এ কমিটির আহ্বায়ক হয়েছেন যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদ এবং সদস্য সচিব হয়েছেন ডিবিসির ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ, বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন, আমাদের সময়ের মোহাম্মদ জাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানবীর লিমন, দেশ রুপান্তরের নিহার সরকার অংকুর, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন, ঢাকা জার্নালের হাকিম মাহি।

রূপালী বাংলাদেশ

Link copied!