ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মাহবুব মোর্শেদের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:৪৬ পিএম
মাহবুব মোর্শেদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।