রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পুনরায় খুলেছে ভোরের কাগজের প্রধান কার্যালয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:৪৩ পিএম

পুনরায় খুলেছে ভোরের কাগজের প্রধান কার্যালয়

দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় চালুর নোটিশ জারি করেছে

আবারও খুলেছে দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অফিস খুলে দেওয়ার কথা জানায় ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি বলছে, জটিলতা নিরসনের মধ্যে দিয়ে কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ প্রতিবেদক।

১৯৯২ সালে ভোরের কাগজের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে রাজধানীর মালিবাগ এলাকায় পত্রিকাটির প্রধান কার্যালয়। গণমাধ্যমটির বর্তমান সম্পাদক শ্যামল দত্ত।

যিনি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সাংবাদিক বলেও অনেকে চেনেন।

ছাত্রজনতার তুমুল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপিপন্থী সাংবাদিকরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন।

তাছাড়া ভোরের কাগজের কয়েকজন সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন শুরু করেন।

তাদের সঙ্গে যোগ দেন সাংবাদিক ইউনিয়নের নেতারাও।

 

পরে শ্যামল দত্ত কারারুদ্ধ পরিস্থিত আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে গত ২০ জানুয়ারি হঠাৎই প্রধান কার্যালয় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ওইদিন প্রধান কার্যালয়ের ফটকে সাঁটানো নোটিশে উল্লেখ করা হয়, ‘মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আজ নির্বাহী সম্পাদকের আদেশক্রমে ‘প্রতিষ্ঠান খুলা সংক্রান্ত নোটিশ’ জারি করে।

নোটিশে বলা হয়, ‘ভোরের কাগজ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ২০/০১/২০২৫ ইং তারিখ হতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেন।’

‘উদ্ভুত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ ২৭/০৩/২০২৫ ইং তারিখে ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের সকল সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।’

নোটিশে উল্লেখ্য করা হয়, প্রধান কার্যালয় বন্ধ থাকলেও ভোরের কাগজ প্রকাশনা অব্যাহত ছিল।

‘আমরা আশা করছি, আগামী দিনে নতুন আঙ্গিকে আরো সমৃদ্ধ হয়ে পাঠকের কাছে ভোরের কাগজ পৌঁছে দিতে সক্ষম হবো’, বলা হয় নোটিশে।

গণমাধ্যমটির একজন জ্যেষ্ঠ প্রতিবেদন বলেন, বন্ধ ঘোষণা পর স্বল্প পরিসরে পত্রিকাটি প্রকাশিত হতো। এখন থেকে আবারও বড় পরিসরে প্রকাশিত হবে দৈনিকটি।

‘শনিবার অফিসের সবাইকে নিয়ে মিটিং ডাকা হয়েছে। কিছু কর্মী সংকট রয়েছে, সেই জায়গায় নতুন করে লোক নেওয়া হবে’, যোগ করেন ওই প্রতিবেদক।

আরবি/ফিজ

Link copied!