ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সচিবালয়ের দুটি কার্ড ব্যবহার করতেন আবেদ খান

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৭:১৭ পিএম

সচিবালয়ের দুটি কার্ড ব্যবহার করতেন আবেদ খান

ছবি, সংগৃহীত

ঢাকা: সিনিয়র সাংবাদিক হয়েও নানা অপকর্মে জড়িত এবং আওয়ামী লীগ সরকারের দোসর হওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের কাছে চিহ্নিত আবেদ খানের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। মঙ্গলবার (৫ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর প্রেস অ্যাক্রিডিটেশন ২০২২ নীতিমালার অনুচ্ছেদ ৬.৯ ৬.১০ ৯.৫ ও ৯.১০-এর আলোকে আবেদ খানসহ ২৯ জন গণমাধ্যমকর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে।

বাতিল হওয়া কার্ডধারীদের একজন আবেদ খান। তিনি তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়াও সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বছর মেয়াদি একটি বিশেষ আইডি কার্ডও ব্যবহার করতেন। নীতিমালায় না থাকলেও একজন সম্পাদক হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের দলীয় কোটায় এই কার্ড সংগ্রহ করেছিলেন তিনি। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার আবেদনে এই কার্ড দিয়েছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, আবেদ খানের বিরুদ্ধে অর্ধশত সাংবাদিককে কাজ করিয়ে বেতন পরিশোধ না করার অভিযোগ রয়েছে। তার নিজের দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিকেরা তার কাছে প্রায় ১০ কোটি টাকা বকেয়া পান। এ ছাড়া আবেদ খানের বিরুদ্ধে মৃত আপন ভাইয়ের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ ধানমন্ডিতে সরকারি জমি দখলের পর দায়ের হওয়া মামলায় হেরে আদালত কর্তৃক শাস্তি হিসেবে অর্থদণ্ডে দণ্ডিত হন।

আরবি/এস

Link copied!