বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন এবং কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ক্র্যাব।
নবনির্বাচিত এই তিনজন ছাড়াও ফুল দিয়ে বরণ করা হয়েছে ক্র্যাবের নতুন পাঁচ সদস্যকে। তারা হলেন- মো. মনিরুজ্জামান, মো. শিমুল হাসান (সৈয়দ শিমুল পারভেজ), মো. মেহেদী হাসান (খাজা মেহেদী শিকদার), আল্লামা ইকবাল (ইকবাল অনিক) ও মো. আব্দুল হামিদ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নসরুল হামিদ মিলনায়তনে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্র্যাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাড়াও ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :