ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:৪৬ পিএম

দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ

ছবি: রূপালী বাংলাদেশ

দৈনিক কালবেলায় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। এর আগে তিনি পত্রিকাটির বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

আজ বুধবার (১ ডিসেম্বর) কালবেলা কর্তৃপক্ষ বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। যা আজ থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফ রিপোর্টার্স এগেনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক।

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

আরবি/এইচএম

Link copied!