ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

ডিক্যাবের সভাপতি মঈন ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:৫০ পিএম

ডিক্যাবের সভাপতি মঈন ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

ছবি, সংগৃহীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনাইটেড নিউজ বাংলাদেশের (ইউএনবি) বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দীন।  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মো. আরিফুজ্জামান মামুন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের চিফ অব করেসপন্ডেন্টস আশিকুর রহমান অপু।

যুগ্ম সম্পাদক পদে দীপ্ত টিভির কূটনৈতিক সংবাদদাতা রুবায়েত হাসান, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের কূটনৈতিক সংবাদদাতা মোর্শেদ হাসিব হাসান এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের কূটনৈতিক সংবাদদাতা খুররম জামান, দৈনিক আমার দেশ পত্রিকার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মো, বশির আহমেদ, দৈনিক মানবজমিনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মিজানুর রহমান, বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার ও ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিদায়ী সভাপতি ও ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান।

গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শফিকুল করিম। নির্বাচন পরিচালনায় তাকে সহযোগিতা করেন ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজাম আহমেদ। 

আরবি/এস

Link copied!