ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:০১ পিএম

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি: রূপালী বাংলাদেশ

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৫) কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এর আগে গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি দায়িত্ব নিয়ে চলতি বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করে।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন।

কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর সহ-সভাপতি পদে গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) নির্বাচিত হন।

এসময় বক্তব্য রাখেন- ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, রফিকুল ইসলাম আজাদ ও নজরুল ইসলাম মিঠু।

এসময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সদস্য শামসুল হক বসুনিয়া, মফিজুল ইসলাম, মুফদি আহমেদ, গাজী আবু বকর, আসিফ শওকত কল্লোল, মির্জা মেহেদী তমাল, শাহীন হাসনাত, সোহেল সানি, সুনীতি কুমার বিশ্বাস, রাশেদ আহমেদ, সাজিদ রোমেল, মশিউর রহমান, মনিরুল ইসলাম, মেহ্দী আজাদ মাসুম, হামিদ সরকার, মঈনুল আহসান, আইয়ূব আনসারী, মাহবুবুল আলম লাবলু , কামাল উদ্দিন সুমন, সিরাজুল ইসলাম, নয়ন মুরাদ, তালহা বিন নজরুল, নিত্য গোপাল তুতু, গাফফার খান চৌধুরী, সরোয়ার আলম, মোহাম্মদ নঈমুদ্দীন, মোহাম্মদ জিলানী মিলটন, কামরুজ্জামান বাবলুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!