দেশের অন্যান্য খাতের মতো গণমাধ্যমেও বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। দাবি আদায়ের লক্ষ্যে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অল ব্রডকাস্টার্স কমিউনিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, বিভিন্ন টিভি স্টেশনে এখনও মালিকপক্ষ অনাচার অব্যাহত রেখেছে। দাবি আদায়ে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বেতন কাঠামোর বিষয়েও গণমাধ্যমকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, টিভির পর্দায় সংবাদ উপস্থাপকদের দেখাতে এখনও বিটিভির কাঠামো অনুসরণ করা হচ্ছে। তাই উপস্থাপকদের সম্প্রচার সাংবাদিকতার অংশ হিসেবে না দেখে পুতুল হিসেবে উপস্থাপন করা হয়।
আপনার মতামত লিখুন :