ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:৫৬ পিএম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ছবি: সংগৃহীত

পতিত সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়ম আর লুটপাটের সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি মেহ্দী আজাদ মাসুমকে অনুসরণ, হুমকি ও ফেসবুক পোস্টে  অশোভন মন্তব্য করে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রেশম শিল্প উন্নয়ন বোর্ডে বদলী করা ধনঞ্জয় কুমার দাস। তার এমন কর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টর্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (২৫ নভেম্বর) ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে এই ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এ বিষয়ে রাজধানীর শাহাবাগ থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।

ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘মেহ্দী আজাদ মাসুম জানান, দৈনিকে রূপালী বাংলাদেশে বিগত সরকারের অত্যন্ত ক্ষমতাধর যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের দুর্নীতি-অনিয়ম আর অর্থ লুটপাট নিয়ে গত ২০ ও ২১ অক্টোবর তারিখ আমার লেখা দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ধনঞ্জয় কুমার দাস ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। কিন্তু আত্মগোপনে থেকেও ধনঞ্জয় কুমার দাস তার লোক দিয়ে বিভিন্ন সময়ে আমার চলার পথে অনুসরণ ও হুমকি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংবাদ দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর তিনি অশোভন কমেন্টস করছেন, যা আমার পেশাগত জীবনের জন্য অত্যন্ত সম্মান হানিকর। বিষয়টিতে আমি উদ্বিগ্ন এবং স্ত্রী-সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ১৭২১।’

নতুন কর্মস্থলে যোগ না দিয়ে সরব সোশ্যাল মিডিয়ায় : ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত সাবেক কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস পলাতক থেকেও সরব সোশ্যাল মিডিয়ায়। তার দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্ট-শেয়ারে ঢুকে কমেন্ট করা গণমাধ্যমকর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, কাউকে সাংবাদিকতা শেখাচ্ছেন, প্রকাশিত সংবাদের প্রতিবেদককে নিয়ে অশোভন মন্তব্য করছেন। শুধু তাই নয়, দৈনিক রূপালী বাংলাদেশের সচিবালয় বিটের প্রতিবেদককে লোক মারফত হুমকি ও চলার পথে অনুস্মরণ করছেন।

অভিযোগ রয়েছে, পতিত সরকারের অন্যতম দোসর যুগ্ম সচিব পদের কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম নিয়ন্ত্রক। অভিযোগ রয়েছে, পদায়নের ঘুষেই তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি আর যাননি সচিবালয়ে তার দপ্তরে। পলাতক থাকা অবস্থায়ই স্বরাষ্ট্র থেকে পাট মন্ত্রণালয়ের রেশম শিল্প উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি করা হয় তাকে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি নতুন পদায়িত কর্মস্থলে গতকাল পর্যন্ত যোগদান করেননি বলে রাজশাহী রেশম শিল্প উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে।

আরবি/জেডআর

Link copied!