ঢাকা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়াবেটিকস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিওলাইসিস রোগে ভুগছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
ডা. রফিকুল ইসলাম জানান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পাঠিয়েছেন সাংবাদিক শফিক রেহমানের অসুস্থতার খবর পেয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আমাকে পাঠিয়েছেন। তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। তারেক রহমান তার আশু রোগমুক্তি কামনা করেন।
আপনার মতামত লিখুন :