মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:৫৮ এএম

আন্তর্জাতিক নারী দিবস আজ

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:৫৮ এএম

আন্তর্জাতিক নারী দিবস আজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন হয়ে থাকে। বিশ্বের একেক প্রান্তে নারী দিবস উদ্যাপনের প্রধান লক্ষ্য একেক ধরনের হয়। 

কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়। 

১৯০৮ সালে কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি এবং ভোটাধিকারের দাবিতে প্রায় ১৫ হাজার নারী নিউ ইয়র্ক শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিল। মূলত এই আন্দোলনের মাঝেই লুকিয়ে ছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালনের বীজ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মওলানা ভাসানীর পুত্রবধূ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানি) আহ্বায়ক, নারীনেত্রী পারভিন নাসের খান ভাসানি বলেন, নারীরা এখনো নিগৃহীত। 

নারীদের যে অধিকার পাওয়ার কথা, তারা কখনো তা পায়নি। নারীরা এখনো পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। বাল্যবিবাহ, সম্পত্তির অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য, বেতনকাঠামো নিয়ে এখনো বৈষম্যের শিকার হয়ে থাকেন নারীরা। এখান থেকে নারীদের বের হয়ে আসতে হবে, তাদের সমঅধিকার নিশ্চিত করতে হবে। 

বাল্যবিবাহের কারণে অনেক নারী তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেন না, ফলে তার প্রভাব পুরো সমাজে পড়ে। কারণ শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে। গার্মেন্টসে যেসব নারী চাকরি করেন, তারা প্রতিনিয়ত নিগৃহীত হন। কখনো মালিকের দ্বারা, কখনো বা কর্মচারীদের দ্বারা। নারীরা অধিকার বঞ্চিত হন। 

কিন্তু ওই গার্মেন্টের কর্মীরা কখনো প্রতিবাদ করার সাহস পায় নাই চাকরি হারানোর ভয়ে। এখন থেকেই আমাদের উচিত সবাই মিলে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করা। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় যেন কাজ করে এবং তা যেন ধারাবাহিকভাবে চালু থাকে। 

আমরা শুধু পুরুষদের কাছে চাইতে থাকব- এই নিয়ম থেকে বের হয়ে আসতে হবে; নারীদের সব অধিকার নিজেদের উদ্যোগে আদায় করে নিতে হবে। তিনি বলেন, যে অধিকারের কথা বলে অনেক উল্টাপাল্টা বিষয় দাবি করে থাকে, যেমনÑ রাস্তায় সিগারেট খাওয়া, যেটা আমাদের সমাজের কখনো কাম্য নয়। 

আমাদের জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই সঙ্গে বাড়ছে না মিল-কলকারখানা। আমাদের ছোট ছোট অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে; কিন্তু নারীদের জন্য সেখানে কাজের সংখ্যা অপ্রতুল। তাই বৃহৎ আকারে অধিকার আদায় করতে গেলে সরকারি সহযোগিতার পাশাপাাশি বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন।    

 

রূপালী বাংলাদেশ

Link copied!