শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:০১ পিএম

জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:০১ পিএম

জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী: ফরিদা আখতার

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের অবদান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমরা সবাই তাদের কাছে চিরঋণী।’

রোববার (৯ মার্চ) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন প্রমাণ করেছে যে, অন্যায় ও অবিচার বাংলাদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ কখনোই মেনে নেয় না। তাদের এই আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।’

তিনি আরও জানান, আহতদের যতদিন প্রয়োজন, ততদিন বর্তমান সরকার চিকিৎসা সহায়তা প্রদান করবে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আহত ও শহিদ পরিবারদের সহায়তার জন্য একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত খুলনার ৬১ জনের মধ্যে ৪০ জনকে এক লাখ টাকা করে চেক প্রদান করা হয়। এর আগে, মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরবি/একে

Link copied!