সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৮:৩৩ পিএম

অনিশ্চয়তার মুখে ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৮:৩৩ পিএম

অনিশ্চয়তার মুখে ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী

বাড়ি ভাড়া জটিলতায় প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী হজে গমনে অনিশ্চয়তা তৈরি হয়েছে- ছবি: সংগৃহীত

ঈদের ছুটির কারণে অধিকাংশ সৌদি আরবের মোয়াল্লেম অফিস বন্ধ। পাশাপাশি বন্ধ ব্যাংকগুলোও। ফলে হজযাত্রীদের বাড়ি ভাড়া নিতে জটিলতা দেখা দিয়েছে। আর এরমধ্যেই আগামীকাল বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে বাড়ি ভাড়ার সময়সীমা।

যারফলে সৌদি সরকার এখন সময়সীমা বৃদ্ধি না করলে হজে গমনে অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছেন প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী।

এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হজযাত্রী ও এজেন্সির মালিকরা। তাদের দাবি, সময়সীমা যেন অন্তত ১৫ দিন বৃদ্ধি করা হয়।

 

হজযাত্রীদের সেবা প্রদান করে আবাবিল হজ গ্রুপ।

ওই গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ বাড়ি ভাড়া নিয়ে জটিলতায় চিন্তিত।

তিনি  গনমাধ্যমকে বলেন, সৌদির অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় হজযাত্রীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতায় বেশ উৎকণ্ঠায় আছেন সৌদি আরবে মদিনা হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুফতি রফিকুল ইসলাম মাদানী।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার হোটেলের হাজীদের বাড়ি ভাড়ার জন্য একজন হজ এজেন্সির মালিক ব্যাংক বন্ধ থাকায় ১৬ লাখ রিয়াল পরিশোধ করতে পারেননি।’

‘এজেন্সির মালিকরা ব্যাংক থেকে আইবিএএন-এর টাকা ট্রান্সফার করতে পারছেন না’, যোগ করেন মুফতি রফিকুল।

এদিকে বাড়ি ভাড়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি স্বীকার করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

 

হাব জানায়, বুধবার পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। তবে সৌদি সরকার বাড়ি ভাড়ার নির্ধারিত সময় বৃদ্ধি না করলে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার জানিয়েছেন, তারা হাজীদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেন।

‘অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে’, যোগ করেন হাব নেতারা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর সরকরি ব্যবস্থাপনাসহ বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাওয়ার কথা রয়েছে। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

আরবি/ফিজ

Link copied!