ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫৫ পিএম

বিগত বছরের মতো এবারও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলের একটি অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার রোজায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দামে বিক্রি করা হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের। তবে পরবর্তীতে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।