বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৪৯ এএম

১৪৪৬ ডাকাতের নাম পুলিশের তালিকায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:৪৯ এএম

১৪৪৬ ডাকাতের নাম পুলিশের তালিকায়

ছবি: সংগৃহীত

একের পর এক ডাকাতির ঘটনা জনমনে আতঙ্ক  বাড়িয়েছে। বিশেষ করে দেশের সড়ক ও মহাসড়কে প্রতিনিয়তই ডাকাতির খবর আসছে। এতে নড়েচড়ে বসেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ বলছে, ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টদের একটি ডেটাবেজ তৈরি করেছে পুলিশ। তারা কে কোথায় রয়েছে, সেসব তথ্য নেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের তথ্যানুযায়ী, ১ হাজার ৪৪৬ জন ডাকাতের একটি তালিকা হয়েছে। এরইমধ্যে  বিভিন্ন জেলা ও থানাকে এসব নাম-পরিচয় সরবরাহ করা হয়েছে।  এদের উপর বিশেষ নজরদারী করা হচ্ছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্তদের অনেকেই আগে থেকেই ডাকাতিতে যুক্ত ছিল। তারা জেলেও গিয়েছে। কিন্তু জামিনে বেরিয়ে আবারও ডাকাতির সাথে জড়িয়ে যাচ্ছে।

রমজান মাস শুরু হয়েছে। এ মাসকে কেন্দ্র করে মহাসড়কের নিরাপত্তায় বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে ফল পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘মহাসড়কে বেশ কিছু ডাকাতি ঘটেছে। জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটকে ডাকাতের তালিকা সরবরাহ করা হয়েছে। যাতে তাদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো যায়।’

সূত্র: সমকাল

এম/আর

Link copied!