ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

এবার ককশিট দিয়ে তৈরি করা হলো ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০২:২৩ পিএম
ছবি: ‘স্বৈরাচারের প্রতিকৃতি

বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি করা ফ্যাসিবাদবিরোধী ও শান্তির প্রতীক মোটিফ পুড়িয়ে ফেলার পর তা আবারও তৈরি করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিকৃতি তৈরির কাজে। ককশিট ও অন্যান্য হালকা উপকরণে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। পুরো প্রাঙ্গণজুড়ে যেন একটা লড়াকু মনোভাব—শুধু শিল্প নয়, প্রতিবাদের ভাষাও।

শোভাযাত্রার মূল মোটিফ হিসেবে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ রাখার কথা থাকলেও, শেষ মুহূর্তে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেয়। তবে চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকরা দমে না গিয়ে নতুন উদ্যমে আবার কাজ শুরু করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়—এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।

তিনি বলেন, আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাব। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।