দেশের ব্যবসা-বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা এবং বিদেশি ও দেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজন করা হয় ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধি।
এ আয়োজনের জন্য খরচ হয়েছে মাত্র ১ কোটি ৪৫ লাখ টাকা—এমনটাই দাবি করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নাহিয়ান রহমান বলেন, ‘সামিটের মাধ্যমে আমরা ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা পেয়েছি। এর বিপরীতে সরকারের ব্যয় হয়েছে মাত্র ১ কোটি ৪৫ লাখ টাকা।’
তিনি আরও জানান, সম্মেলনের সময় ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বিডার পক্ষ থেকে জানানো হয়, এবার সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যা সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮ শতাংশ।
বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বাংলাদেশের মানুষের সহনশীলতা এবং বিনিয়োগ সম্ভাবনা বিদেশিদের মুগ্ধ করেছে। সামিটের সাফল্য নিয়ে বিডা চিন্তিত নয়, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :