শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:১৯ এএম

বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন ড. ইউনূস

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:১৯ এএম

বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন ড. ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম‍‍’র বিশ্বের শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে ষষ্ঠ অবস্থানে রয়েছেন নোবেলজয়ী এই রাষ্ট্রপ্রধান।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধ লিখেছেন ।

মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে গতবছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা। তিনি হলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এতে আরও বলা হয়,  কয়েক দশক আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ড. ইউনূস। 

তার এই উদ্যোগের সুফল ভোগ করেছে লাখো মানুষ। তাদের মাঝে ৯৭ শতাংশই নারী। (গ্রামীণ ব্যাংকের কারণে) তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছেন, পরিবারের ভরন-পোষণ করেছেন, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন।

হিলারি ক্লিনটন বলেন, ‍‍‘ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরকানসাসে। তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিনটন। তখনকার গভর্নর ব্লিন ক্লিনটনকে আমরা সাহায্য করছিলাম। 

আমরা যুক্তরাষ্ট্রেও একই ধরনের (ক্ষুদ্রঋণ) কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম। এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র কাজের অসাধারণ প্রভাব নিজ চোখে দেখেছি।‍‍’

‘তার কারণে মানুষের জীবন বদলেছে, সমাজে উন্নয়ন এসেছে, মানুষ আশা দেখার সুযোগ পেয়েছে। এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছেন। 

নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জবাবদিহি চাইছেন, ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত গড়ে তুলছেন,‍‍’ বলেন তিনি।

টাইম ম্যাগাজিনের তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি অন্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

প্রসঙ্গত, বিশ্বসেরাদের তালিকায় এটিই প্রথমবার নয়। এর আগেও যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার ম্যাগাজিনের’ ২০২৪ সালের বর্ষসেরা ১০ ব্যক্তির তালিকায় নাম আসে মুহাম্মদ ইউনূসের। 

তখন তাকে ‘নেশনস বিল্ডার’ বা ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে নেচার।
 

আরবি/এসএম

Link copied!