কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেন যে, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও বন্দরের সক্ষমতা বাড়ানোসহ বিনিয়োগ পরিষেবা উন্নত করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস বলেন, বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপন করে তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান।
বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী বলেন, ‘আপনারা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তবে এটাই প্রকৃত সময়।’