অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা।
তবে কোথায়-কখন তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
এর আগে গত ১৬ এপ্রিল ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওই ৫ শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন।
তারা হলেন, চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো।
এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।
এ ঘটনার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করছে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস। তবে এ অভিযোগ ইউপিডিএফের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।