জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসকাপ) ৮১তম অধিবেশনে কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ অধিবেশনে এসকাপের আওতাধীন দুটি মর্যাদাপূর্ণ আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলে সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ।
গত সোমবার (২১ এপ্রিল) শুরু হওয়া এ অধিবেশন চলবে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) পর্যন্ত।
অধিবেশনে বাংলাদেশ আগামী তিন বছরের জন্য ‘এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট’ এবং ‘এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট’-এর গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও এসকাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিশজাবানা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন শিনাওয়াত্রা এবং বিভিন্ন আঞ্চলিক দেশের মন্ত্রীরা।
অধিবেশনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী সভাপতি নির্বাচিত হন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী সহসভাপতির দায়িত্ব পান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
তিনি দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানান। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শিশ হায়দার চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শহরিয়ার কাদির সিদ্দিকী প্রমুখ।
আইসিটি সচিব শিশ হায়দার চৌধুরী বলেন, ‘বহুমুখী পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ নেওয়া জরুরি।’
আপনার মতামত লিখুন :