ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

দুই ছাত্রী আটকের খবর সঠিক নয়: ডিএমপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৯:০৩ এএম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) লোগো ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গণমাধ্যমে প্রচারিত গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারা দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।’

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।