ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক জয়লাভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:৪৬ এএম
জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন। ছবি: সংগৃহীত

জাতিসংঘের থাইল্যান্ডের ব্যাংকক এ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সংস্থার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ এই তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে ইউএনইএসসিএপি’র অধীনে মর্যাদাবান দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে।

বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি) এবং এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)-এর গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইএসসিএপি‘র নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিশাবানা, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন মন্ত্রী বক্তব্য দেন।