ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সামরিক শক্তিতে আরও এগিয়ে বিশ্বের ৩৫তম বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৪:০২ পিএম
সামরিক শক্তিতে বিশ্বের ৩৫ তম দেশ এখন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সামরিক শক্তিতে বিশ্বের ৩৫ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স (জিএফপি) থেকে এই তথ্য জানা গেছে।

এরআগে গতবছর শুরুতে ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৩৭ তম। অর্থাৎ সামরিক শক্তিতে গত এক বছরে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।

তার আগে ২০২৩ সালে অবস্থান ছিল ৪০তম। অর্থাৎ বিগত দুই বছরে বাংলাদেশ এগিয়েছে ৫ ধাপ।

জিএফপি কিভাবে র‌্যাংকিং নির্ধারণ করে

আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থাটি ১৪৫ দেশের সামরিক শক্তির র‌্যাংকিং করে আসছে। সেখানে এখন বাংলাদেশ ০.৬০৬২ পয়েন্ট নিয়ে ৩৫তম অবস্থানে রয়েছে।

 

জিএফপি ওই সূচক নির্ধারণ করে ৬০টিরও বেশি পৃথক বিষয় বিবেচনায়। এগুলোর মধ্যে রয়েছে- সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক পরিস্থিতি।

তবে সূচকটিকে আরও নির্ভুল করতে বিশেষ বোনাস ও পেনাল্টি পয়েন্ট সংযোজন করা হয়, যা প্রতিবছর হালনাগাদ করা হয়। 

সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান

জিএফপি’র ওই সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে  বাংলাদেশ থেকে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান।

 

এরমধ্যে ভারত ৪ নাম্বার অবস্থান এবং পাকিস্তান ১২ নাম্বার অবস্থানে রয়েছে। ভারতের সূচক ০.১১৮৪ পয়েন্ট ও পাকিস্তানের পয়েন্ট ০.২৫১৩।

তবে বাংলাদেশ থেকে সামরিক দিক দিয়ে পিছিয়ে শ্রীলংকা, নেপাল, ভুটান ও আফগানিস্তানসহ অন্যান্য দেশ।

এগুলোর মধ্যে শ্রীলংকা ৬৯, নেপাল ১২৬, ভুটান ১৪৫ ও আফগানিস্তান ১১৮। তবে মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ওই তালিকায় স্থান পায়নি, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে পিছিয়ে।

সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দশ দেশ

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের সর্বশেষ অনুযায়ী সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরই অবস্থান যথাক্রমে রাশিয়া ও চীনের।

 

চার ও পাঁচে এশিয়ার দেশ ভারত ও দক্ষিণ কোরিয়া। এরপর শীর্ষ দশে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, তুরস্ক ও ইতালী।