ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১১:০৭ এএম
দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। 

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময়) রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছানোর এক ঘণ্টা পর সেন্ট পিটার স্কয়ারে যান এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কয়ারে যান প্রধান উপদেষ্টা।

২৭ এপ্রিল সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।