বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী যারা এমপিওভুক্ত তাদের জন্য দীর্ঘদিন পর এলো স্বস্তির খবর। ঈদ উৎসবকে সামনে রেখে তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ২৫ শতাংশ পেতেন।
শিক্ষক সমাজ এই হার বাড়ানোর জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবার তাদের সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে উৎসব ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ঈদুল আজহায় কার্যকর হবে বলে জানা যায়।
তবে সিদ্ধান্তটি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন করে অর্থ বিভাগ। এবং ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র এক সভায় উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি গৃহীত হয়। সভাটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন। যদিও শিক্ষকরা বরাবরই দাবি করে আসছেন মূল বেতনের শতভাগ উৎসব ভাতা। তবুও সরকারের এই উদ্যোগকে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।