ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

‘আ.লীগের ফ্যাসিবাদী শাসনে শিক্ষাব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৬:২৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের ফলে দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের জন্য স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে।’

শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কারিকুলাম সেভাবে সাজাতে হবে এবং এ জন্য একটি স্থায়ী শিক্ষানীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি।’

ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অভিযোগ করেন, ‘জাতিকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জাতীয় প্রবৃদ্ধির অন্তত ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে সে প্রতিবন্ধকতা নেই। তাই আমি প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবকে অনুরোধ করব, জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করুন। এতে জাতি আপনাকে আজীবন স্মরণ করবে।’

প্রধান আলোচকের বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া। সংলাপে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।

আরও বক্তব্য দেন, ট্রাস্টের পরিচালক ও সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান ফরাজী, সাইফুরসের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুর রহমান খান এবং ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মীম।

সংলাপে বক্তারা বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নেই। এ জন্য শিক্ষানীতি ও কারিকুলাম পরিবর্তন জরুরি। একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন অত্যাবশ্যক।’

বক্তারা আরও বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে প্রথমেই শিক্ষা কমিশন গঠনের প্রয়োজন ছিল। অথচ এ পর্যন্ত সরকার এগারোটি কমিশন গঠন করলেও একটি শিক্ষা কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে।’