খুলনায় পাওয়ার গ্রিডে ত্রুটির কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল খুলনাসহ আশপাশের জেলাগুলো।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানায়, গ্রিড ফেল হওয়ায় এ সমস্যা তৈরি হয়। তবে পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
ওজোপাডিকোর যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে যশোর, খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী অঞ্চলে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামতের কাজ শুরু হয়। পরে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।
তিনি আরও জানান, যশোর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ঝিনাইদহ থেকে হয়ে থাকে। তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়ায় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা যায়নি।
এদিকে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পিজিসিবি।
আপনার মতামত লিখুন :