ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:৫৪ এএম
ইউনূসের সঙ্গে মারিও লুবেটকিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। গত ২৬ এপ্রিল সকালে এই বৈঠকটি ইতালির রোমে একটি হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ নিয়ে বিশদ আলোচনা হয়।

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ও রাজনৈতিক বিষয় নিয়ে, বিশেষত উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ-আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের সুযোগ নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রশংসা করে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন বলেন, ‘উন্নয়নমূলক কাজের জন্য অধ্যাপক ইউনূসের অবদান বিশ্বের জন্য এক বড় অনুপ্রেরণা।’ এছাড়া, তিনি উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক সফরের উদ্দেশ্য মূলত বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং একযোগে কাজ করার সম্ভাবনা খুঁজে বের করা। তিনি ২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগ দেন।

এই সফরটি অধ্যাপক ইউনূসের বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও সমাজকল্যাণের কাজে অংশীদারিত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এখানে তার সাথে হলিউড অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়। এরপর তিনি ২৫ এপ্রিল ভ্যাটিকান সিটি যান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে। 

২৬ এপ্রিল সকাল ১০টায় ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অধ্যাপক ইউনূস পোপের কফিনের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নীরব শ্রদ্ধা নিবেদন করেন। তাকে দেখা যায়, সেন্ট পিটার্স স্কোয়ারে পৃথিবীর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এই শোকাবহ অনুষ্ঠানে অংশ নিতে। 

পরে, তিনি একাধিক আন্তর্জাতিক নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই নেতাদের মধ্যে ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, মোনাকোর প্রিন্স আলবার্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানী ম্যাথিল্ড, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেয়াসুস।

এই আন্তর্জাতিক সফরটি অধ্যাপক ইউনূসের কাজের প্রসার ও বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে, যেখানে তিনি বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নমূলক এবং শান্তির বিষয়ে আলোচনা করেন।